প্রায় এক বছরের রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে নতুন সরকার পেতে যাচ্ছে লেবানন। প্রধানমন্ত্রী সাদ হারিরি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার লেবাননের নতুন এই সরকার ঘোষণা করা হয়।
গত বছর মে মাসে লেবাননে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সরকার গঠনের যে বিধান দেশটিতে রয়েছে, তা মেনে এতদিন পর্যন্ত সরকার ঘোষণা করা সম্ভব হয়নি। সেটি নিয়েই চলেছে টানপোড়েন।
শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রায় সব দলের প্রতিনিধিত্ব রেখেই গঠন করা হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভা। ঐক্যমতের সরকারে ৩০ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন চার জন নারী সদস্য। এর মধ্যে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন একজন নারী। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সাদ হারিরি।