ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজের প্রধান অফিস সহকারী মোঃ আক্কাস আলী (৫৮) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১ কণ্যা সন্তানসহ সহকর্মী, বহুগুণগ্রাহী রেখে গেছেন। বাদ জুম্মা নগরীর তালতলা মাদ্রাসায় নামাজে জানাজা শেষে তালতলা এলাকার গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক জানান, গত ২৬ মে আক্কাস আলীর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। শরীরে প্রচন্ড জ্বর থাকায় ২৭ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা খারাপ হওয়ায় আইসিইউয়ে চিকিৎসা দেয়া হয় । ওইদিন সিটিস্ক্যান করা হলে তার করোনা ধরা পরে। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তিনি মৃত্যুবরণ করেন। আক্কাস আলীর মৃত্যুতে কলেজ পরিবার একজন দক্ষ কর্মচারিকে হারালো বলে জানান অধ্যক্ষ আহমেদ শফিক।