ময়মনসিংহ মেডিকেল কলেজের ম ৫২ ব্যাচের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক ডা. নোশিন সাইয়ারা অদ্রি আর নেই। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবরে নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন এফডিএসআর।
শোকবার্তায় এফডিএসআর ডা. নোশিন সাইয়ারা অদ্রির পরিবারের প্রতি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।
ডা. নোশিন সাইয়ারা অদ্রি ময়মনসিংহ মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎস পরিষদের কার্যকরী সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে ময়মনসিংহ মেডিকেল কলেজে শোকের ছায়া নেমে এসেছে।
তার অকাল মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।