নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিনের পাইপ বসাতে গিয়ে আব্দুল হাকিম (২২) নামে এক নিখোঁজ বালু শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ধানশিরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আঃ হাকিম প্রতিদিনের ন্যায় বুধবার সকালে সোমেশ্বরী নদীর ৩নং বালু ঘাট এলাকায় বালু উত্তোলন করার জন্য ড্রেজার মেশিনের পাইপ নদীর তলদেশে ডুব দিয়ে বসাতে গিয়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় থাকা অন্যান্য শ্রমিক এবং স্থানীয় ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়েও তার কোন সন্ধ্যান পাননি। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। অবশেষে দীর্ঘ ৭ ঘন্টা পর বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ নুর এ আলম এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শ্রমিককে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসলে দীর্ঘ সময় পর তার লাশ উদ্ধার করে।