ধাওয়া করায় পুলিশ সদস্যের আঙুলের রগ কেটে পুকুরে ঝাঁপ ছিনতাইকারীর

ব্রাহ্মণবাড়িয়ায় ধাওয়া করায় ছুরিকাঘাতে পুলিশ সদস্যের আঙুলের রগ কেটে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।

মঙ্গলবার রাত ১টার দিকে জেলা শহরের উত্তর মৌড়াইল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম জলিল উদ্দিন (৩৫)। তিনি ২নং শহর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে এক ছিনতাইকারীকে রেলস্টেশনের প্লাটফরমে রেলওয়ে পুলিশ ধাওয়া করে। এ সময় ছিনতাইকারী স্টেশন এলাকা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে।

এর পর পুনিয়াউট রেলগেট এলাকায় ১নং পুলিশ ফাঁড়ির সদস্যরা নাইট ডিউটি করছিলেন। তারা ছিনতাইকারীকে ধাওয়া করে আটকের চেষ্টা করলে পুলিশ সদস্য জলিল উদ্দিনকে ছুরিকাঘাত করে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, ছুরিকাঘাতে পুলিশ সদস্যের হাতের বৃদ্ধাঙ্গুলের একটি রগ কেটে গেছে। এটি অপারেশন করাতে হবে। তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

Share this post

scroll to top