ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুর-মুক্তাগাছা সড়কে উপজেলার চেচুয়া ভাবকির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম মারুফ। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ। তিনি বলেন, বিকেলে মুক্তাগাছা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা হয়। চেচুয়া ভাবকির মোড়ে বিপরীত দিক থেকে আসা মালামাল বোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মারা যায়।
এ সময় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয়।