২৩ জুলাই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক গেইমস। এই অলিম্বিকের ৪শ মিটার ইভেন্টে দেশের পক্ষে দৌঁড়ানের টিকিটি পেয়েছেন শেরপুরের কৃতি সন্তান অ্যাথলেট জহির রায়হান। এমন সুযোগ পাওয়ায় কদিন ধরেই শেরপুরের বিভিন্ন সংগঠন জহিরকে সংবর্ধনা দিচ্ছেন।
আজ মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে জহিরকে।দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে জহিরকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব। জেলা প্রশাসক জহিরের এমন সাফল্যেও প্রশংসা করে বলেন, জহির অবশ্যই দেশবাসি ও শেরপুরবাসীর জন্য গর্বের। ওইসময় জহিরের ক্রীড়া সরঞ্জামাদি কেনার জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল ইসলাম, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অনেকেই।