ঢাকাTuesday , 25 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের দুই যুবককে ৪৮ হাজার ইয়াবাসহ আটক করেছে চট্টগ্রাম পুলিশ

Link Copied!

mymensingh Yabaচট্টগ্রামের পটিয়া উপজেলায় লবণের ট্রাকে করে পাচারের সময় ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ; এ সময় চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ট্রাকের চালক মোহাম্মদ মাসুম মিয়া (৪০) ও তার সহকারী আলো হোসেন (৩০)। মাসুম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ১৯ নং ওয়ার্ডের বলাশপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ও আলো হোসেন (৩০) একই এলাকার আবদুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে কমল মুন্সিরহাট এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পটিয়া থানা পুলিশ। এ সময় লবণবোঝাই একটি ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির পর ট্রাকে লুকানো ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, পরিবহন সেক্টরে এমন কিছু মানুষ আছে, যারা নিজেদের পেশার আড়ালে গোপনে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ধরনের একটি চক্রের নিয়ন্ত্রণকারী টেকনাফের রফিক। চক্রটির মাদক পাচারের ব্যবস্থাপনার সার্বিক দায়িত্বে রয়েছেন চালক মাসুম।

গত ২০১৮ সালের ৮ আগস্ট লবণবোঝাই ট্রাকে করে ১ লাখ ৯৬ হাজার ইয়াবা পাচারের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চল এলাকায় চালক মাসুম মিয়া ও তার সহকারী আলো হোসেন র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।