নেত্রকোনায় এক হাজার ৩০০ পিস ইয়াবাসহ পিংকি নামে এক হিজড়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ঝাউসি নামক থেকে আটক করা হয়।
জাতীয় পরিচয়পত্র অনুসারে পিংকির বাড়ি যশোর জেলা পৌরসদরে চাঁচড়া এলাকার রেলগেট পশ্চিমপাড়ায়। তিনি জাকির হোসেন ও চুমকী বেগম দম্পত্তির সন্তান।
নেত্রকোনার ডিবি’র ওসি খন্দাকার সাকের আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিনের নেতৃত্বে এসআই সোহাগ ও মামুনসহ দুজন মহিলা কনস্টেবল অভিযান পরিচালনা করে। সদর উপজেলাধীন নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ঝাউসি নামক স্থানে পিংকি নামে এক হিজরাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে এক হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
আটক পিংকিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিভাবে, কোথায় থেকে মাদক পেল এবং কার কাছে এগুলো দিবে এ সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল (বুধবার) আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।