সিরাজগঞ্জে স্কুলছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ভাইরালের অভিযোগে নাইম শেখ (২২) নামের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
নাইম শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাদশা শেখের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ২য় বর্ষের ছাত্র।
সোমবার (২৪ মে) র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
মোস্তাফিজুর রহমান জানান, প্রেমের সম্পর্ক গড়ে গত বুধবার (১৩ মে) নাইম শেখ সদর উপজেলার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে বিভিন্নস্থানে নিয়ে কৌশলে ও গোপনে অশ্লীল ও আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়।
পরবর্তীতে মেয়েটির বাবা সিরাজগঞ্জ সদর থানায় একটি পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকে নাইম পালিয়ে বেড়াচ্ছিলো।
তিনি জানান, রোববার (২৩ মে) গভীর রাতে র্যাব-১২ এর সদস্যরা প্রযুক্তির সাহায্যে নাইম শেখকে গ্রেপ্তার করে। এসময় তার মোবাইলটিও জব্দ করা হয়।