সেনা অভ্যুত্থান: আটক হওয়ার পর প্রথমবার আদালতে সু চি

সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে প্রথমবারের মতো সশরীরে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (২৪ মে) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সু চির আইনজীবী তায়ে মঙ মঙ বলেছেন, সোমবার নেপিডোর আদালতে হাজির করার সময় সু চিকে দেখে সুস্থ মনে হয়েছে। শুনানির আগে সু চি তার আইনজীবীদের সঙ্গে আধা ঘণ্টার মতো বৈঠক করেছেন।

সু চির আইনজীবী বলেছেন, তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।

এর আগে রোববার (২৩ মে) দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং বলেন, অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন। কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির দল এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সু চিকে। এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন।

Share this post

scroll to top