মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যে সামরিক অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এর পাশাপাশি অভ্যুত্থানবিরোধীরা পুলিশের চার সদস্যকে জিম্মি করে।
গতকাল রবিবার দেশটির শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে। এ সময় অভ্যুত্থানবিরোধীরা পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয়।
গতকালের এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতায় রয়েছে দেশটির পুলিশ বাহিনী। শহরের নানা স্থানে ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছেন তারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। এর প্রেক্ষিতে আন্দোলনে নামেন দেশটির সাধারণ মানুষ। আন্দোলন দমনে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় দেশটির কমপক্ষে ৮১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি পর্যবেক্ষক দল।