পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক রমজান আলী শাহিনকে (৩৩) গ্রেফতার করেছে ফেনীর দাগনভূঞা পুলিশ। রবিবার (২৩ মে) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সে দাগনভূঞার গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতার শিক্ষক উপজেলার জায়লস্কর ইউনিয়িনের বারাহি গোবিন্দ গ্রামের ওয়াহেদ মিঝি বাড়ির হারিছ আহমদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে দুইবার ধর্ষণ করে। গত ২২ মে সন্ধ্যায় সর্বশেষ ওই শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে সে। এ সময় শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।