ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হামিম মেম্বার (৬০), তার স্ত্রী সাহেরা বেগম (৫৫) ও তার ছেলে শাফিকুল ইসলাম (৪০)।
কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, প্রাইভেটকারে ছয়জন শেরপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে ওই এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।