শেরপুরে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে শিক্ষকরা।

আজ রোববার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক মাওলানা মোরশেদ আলী, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণ প্রদান, আসবাবপত্র সরবরাহ, অফিস সহায়ক নিয়োগসহ সাত দফা দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।

পরে শিক্ষক নেতারা তাদের দাবির সমর্থনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান।

Share this post

scroll to top