শেরপুরের গারো পাহাড়ে বেড়েছে বন্য হাতির আক্রমণ। ফলমূলের পাশাপাশি ক্ষেতের ফসল নষ্ট করছে তারা।
কাঁটাতার সংলগ্ন বাংলাদেশ সীমান্তের গহীন অরণ্যে কয়েকদিন ধরেই অবস্থান করছে হিংস্র বন্যহাতির এই দলটি। প্রতিদিন সন্ধ্যায় বন্যহাতির দলটি প্রবেশ করে লোকালয়ে। কলাগাছসহ অপরিপক্ক আম, কাঁঠাল খেয়ে শেষ করে দিচ্ছে। নষ্ট করছে ক্ষেতের ফসল।
স্থানীয়রা ঢাক-ডোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে, মশাল জ্বালিয়ে ধাওয়া করলেও সহজে পিছু হঁটছে না এসব হিংস্র হাতি। পাল্টা মানুষকেই ধাওয়া করছে তারা।
হাতি আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন গাড়ো পাহাড়ের আন্দালিপাড়া, ঢালুকোনা, ধাউধাড়া ও কাটাবাড়ি অঞ্চলের অধিবাসীরা।