ময়মনসিংহে নতুন করে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হওয়া এই ৩৪ জনের মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার ২২জন, ঈশ্বরগঞ্জের ১জন, ফুলবাড়িয়ার ৩জন, ত্রিশালের ৫জন ও ভালুকার ৩জন রয়েছেন।
জেলায় এনিয়ে মোট ৬২০৫জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছন মোট ৭৭জন।