প্রথম আলোর সাংবাদিক রোজিন ইসলামের মুক্তির দাবিতে পায়ে হেঁটে শতাধিক মাইল রাস্তা পাড়িয়ে রাজধানী ঢাকার পথে সাংবাদিক খায়রুল আলম রফিক ।
শ্লোগান একটাই আমার বোন রোজিনা ইসলামের মুক্তি চাই ।
কাকডাকা ভোরে ময়মনসিংহ থেকে টাকা মহাসড়ক দিয়ে হেঁটে আসা রফিক ভালুকায় পৌঁছেন দুপুরে। প্রখর রোদ, তাপদাহের গরম উপেক্ষা করে ক্লান্ত পরিশ্রান্ত রফিক । মুখে শ্লোগান একটাই বোন রোজিনার মুক্তি চাই ।
ভালুকার স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সাংবাদিক রফিকের এই প্রতিবাদ তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের বেদনা প্রত্যক্ষদরশীদের অন্তরাত্নাকে ঝাঁঝরা করে দিয়েছে ।
রফিক বলেন, সাংবাদিক রোজিনা দেশকে ভালোবাসেন । রোজিনা আমাদের বোন । অবিলম্বে তাকে জামিন দিতে হবে। তাকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেখানে বিভিন্ন সহায়তা নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, সেখানে আমার এবং রোজিনার সঙ্গে কতিপয় দুর্নীতিবাজদের এহেন আচরণ মেনে নেয়া যায় না ।