করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সমন্বয়কের দায়িত্বে আছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। তার সঙ্গে গত ১৯ মে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় করোনা সংক্রমণের আধিক্য থাকায় টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সদর উপজেলাকে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।
ভার্চুয়াল সভায় সীমান্ত জেলা, রোহিঙ্গা শরণার্থীর অবস্থান বিবেচনায় প্রাথমিকভাবে টেকনাফ উপজেলায় শুক্রবার থেকে ৩০ মে পর্যন্ত একটানা ১০ দিন লকডাউন ঘোষণার জন্য সবাই একমত হন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, লকডাউন চলাকালে টেকনাফে সবকিছু বন্ধ থাকবে। এসময় কোনো মানুষ টেকনাফ উপজেলায় প্রবেশ এবং সেখান থেকে বের হতে পারবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টেকনাফ সীমান্ত উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী রাতদিন লকডাউন তদারকি করবে।