মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশু ধর্ষণ

মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে এবং ছুরিকাঘাতের হুমকি দিয়ে বরিশালের উজিরপুরে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে ওই শিশু শিক্ষার্থীর বাবা জালাল হাওলাদার (৩০) নামের এক জেলেকে অভিযুক্ত করে উজিরপুর মডেল থানায় মামলা করেছেন।

এর আগে ওই দিন দুপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত জালালের বিচারের দাবিতে উজিরপুর পৌর সদরের ৭নং ওয়ার্ড হানুয়া বারপাইকা গ্রামে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গুঠিয়া ইউপির দাসেরহাট খেয়াঘাট এলাকা থেকে অভিযুক্ত জালাল হাওলাদারকে গ্রেফতার করে।

অভিযুক্ত জালাল উজিরপুর পৌর সদরের ৭নং ওয়ার্ড হানুয়া বারপাইকা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে পানি খাওয়ার ছলে পৌর সদরের ৭নং ওয়ার্ড হানুয়া বারপাইকা গ্রামের ওই শিশু শিক্ষার্থীর ঘরে ঢুকে অভিযুক্ত জেলে জালাল। এ সময় ঘরে অভিভাবকরা না থাকার সুযোগে ওই শিশু কন্যাকে জালাল তার মোবাইল ফোনের অশ্লীল ভিডিও দেখায়। এতে বিরক্ত হয়ে ওই শিশু শিক্ষার্থী চিৎকার দেয়ার চেষ্টা করলে অভিযুক্ত জালাল তার সাথে থাকা ছুরি দিয়ে খুনের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

ভুক্তভোগী শিশুর মা জানিয়েছেন, তার স্বামী নির্মাণ শ্রমিক আর তিনি নিজে অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালিয়ে আসছেন। সন্তানদের নিয়ে সরকারের দেয়া ভূমিহীনের জন্য বরাদ্দ জমিতে তারা বসবাস করছেন। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত জালাল নানা অজুহাতে তাদের ঘরে আসা-যাওয়া করতেন। ঘটনার দিন সকালে তার স্বামী রান্নাঘরের টিন ক্রয় করতে বাজারে গিয়েছিলেন এবং তিনি গৃহপরিচারিকার কাজে অন্যের বাড়িতে ছিলেন।

ওই শিশু শিক্ষার্থীর বাবা বলেন, বুধবার সকালে পৌনে ১১টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে জালাল কল করে ঘরে কেউ না থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপরই ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত জালাল।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল আহসান বৃহস্পতিবার দুপুরে বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। একইসাথে নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top