অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহ আটকে দিলো ইসরায়েল

ইসরায়েলি হামলার জেরে অবরুদ্ধ গাজার হাজার হাজার বাসিন্দা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন। তাদের এখন প্রয়োজন জরুরি খাদ্য সহায়তা। এজন্য বিভিন্ন দেশও সংস্থা এগিয়ে এলেও ইসরায়েলি বাহিনীর সীমান্ত আটকে দেওয়ার ফলে খাদ্য সহায়তা তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কো–অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজ (কোগাট) গত মঙ্গলবার ত্রাণ নেয়ার জন্য সাময়িকভাবে কারেম আবু সালেম সীমান্ত খোলার ঘোষণা দেয়। এরপর সেখান দিয়ে ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পরেই মর্টার হামলায় এক ইসরায়েলি সেনা সামান্য আহত হওয়ার কথা জানিয়ে সীমান্ত বন্ধের ঘোষণা দেয়া হয়।

জাতিসংঘের সহায়তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় ৪৫০টি ভবন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় ৪৭ হাজার মানুষ গাজায় জাতিসংঘ পরিচালিত ৫৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘের মানবিক ত্রাণসহায়তাবিষয়ক সমন্বয়ক জেনস লায়েরকে জানিয়েছেন।
প্রসঙ্গত, এক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬১টি শিশুও রয়েছে।

Share this post

scroll to top