মুম্বাই উপকূলে বার্জডুবিতে ২২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৫১

মুম্বাই উপকূলে ঘূর্ণিঝড় টাউটির তাণ্ডবে ডুবে যাওয়া বার্জের ৫১ আরোহীর খোঁজ এখনো মেলেনি বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। সোমবার ২৬১ আরোহী নিয়ে পি৩০৫ নামের বার্জটি ডুবে যায়। এদের মধ্যে বুধবার পর্যন্ত ১৮৮ জনকে উদ্ধার ও ২২ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

ভারতে অয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) নিখোঁজ ৫১ কর্মীর পাশপাশি ভারতীয় নৌবাহিনীকে এখন আরও কয়েকটি নৌযানে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালাতে হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। ​ডুবে যাওয়া বার্জ পি৩০৫ থেকে উদ্ধার করা ১৮৮ জনকে নিয়ে বুধবার সকালে ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস কোচির মুম্বাই বন্দরে প্রবেশের একটি ভিডিও টুইট করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কার্যালয়।

এতে বলা হয়, ‘বার্জ পি৩০৫-এর উদ্ধারকৃতদের নিয়ে আজ সকালে মুম্বাই বন্দরে প্রবেশ করছে আইএনএস কোচি। নৌবাহিনীর জাহাজ ত্যাগ, বেতওয়া ও বিয়াসের পাশাপাশি পি৮আই এয়ারক্রাফট ও সী কিং হেলিকপ্টারের অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।’ উদ্ধার করা লোকজনকে নিয়ে আইএনএস কলকাতাও বুধবার মুম্বাই ফিরেছে বলে জানিয়েছে পিটিআই।

Share this post

scroll to top