ময়মনসিংহে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ইউপি সদস্যসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বাটিয়াপাড়ার ইউপি সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫), তাদের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে সদর উপজেলার ময়মনসিংহ শেরপুর মহাসড়কের আলালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লাগলে, প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এ ঘটনায় আরো দুইজন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান তারা ঢাকায় যাচ্ছিল।