ভারতে দৈনিক করোনায় নতুন আক্রান্ত সংখ্যা টানা তিন দিন ধরে তিন লাখের নিচে রয়েছে। এটি আশার কথা বলেও শঙ্কায় বিষয় হচ্ছে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর পারিমাণ। ফলে তৈরি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুর নতুন নতুন রেকর্ড। বুধবারও দেশটিতে করোনার শুরু থেকে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষ। দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল আগের দিন মঙ্গলবারও। ওই দিন এ সংখ্যা ছিল চার হাজার ৩৪০ জন। আগের দিনের ওই রেকর্ড বুধবার ছাপিয়ে নতুন রেকর্ড তৈরি হলো। আর প্রথমবারের মতো এক দিনে সাড়ে চার হাজারের বেশি মৃত্যু হলো ভারতে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে বুধবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। মঙ্গলবারের চেয়ে এই সংখ্যা প্রায় চার হাজার বেশি। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ গেছে চার হাজার ৫২৯ জনের। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হলো দুই লাখ ৮৩ হাজার ২৪৬ জনের।
দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন।
করোনা মহামারীর মধ্যে দেশটিতে এ পর্যন্ত টিকা দেয়া হয়েছে সাড়ে ১৮ কোটিরও বেশি মানুষকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে ভারতে টিকা সঙ্কট দেখা দেয়ায় টিকাদান কর্মসূচি ধীর গতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যানেও উঠে আসছে সেই চিত্র।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার ও আনন্দবাজার পত্রিকা