নেত্রকোণায় বজ্রপাতে ৭ জন নিহত

Lightning-বজ্রপাতনেত্রকোণার কেন্দুয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুইজন কৃষক মারা গেছেন। মঙ্গলবার (১৮ মে) পৌনে তিনটার দিকে পৃথক তিন উপজেলায় বজ্রপাতে সাত জন নিহতের ঘটনা ঘটে।

মারা যাওয়া কৃষকেরা হলেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫)। এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮) ও বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির (২৮ ) বজ্রপাতে নিহত হয়েছেন। তারা ওই এলাকার বরবরিয়া হাওরে কাজ করছিল।

এদিকে মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. শরীফ ( ১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯) ফতেপুর এলাকার একটি হাওরে বজ্রপাতে নিহত হয়েছেন।

বজ্রপাতে সাত জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি।

Share this post

scroll to top