ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য ৪০ টি আলোকচিত্র স্থান পেয়েছে।
সোমবার (১৭ মে) সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর সভাপতি এহতেশামুল আলমসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।