ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেছে এক গৃহস্থের ছয়টি গরু। গরুগুলো বাঁচাতে গিয়ে গরুর মালিক নিজেই পুড়ে মারাত্মক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের ছেলে হুমায়ুন কবিরের গোয়াল ঘরে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে আগুন লাগে। ওই সময় হুমায়ুন কবির গোয়ালে থাকা গরুগুলো বাঁচাতে জ্বলন্ত আগুনের মধ্যে ঘরে ঢুকে পড়েন। এতে নিজে মারাত্মক আহত হয়ে গোয়ালে থাকা ৬টি গরু উদ্ধার করলেও পরে সেগুলো মারা যায়।
হুমায়ুন কবিরের ছোট ভাই জাহাঙ্গির কবির জানান, রাত ১১টায় কে বা কারা গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। সাহায্যের জন্য সার্ভিসকে ফোন করা হয়। কিন্তু ফায়ার সার্ভিস আসেনি। পরে এলাকাবাসীর প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময় পুড়ে যায় গোয়ালে থাকা ৬টি গরু। আনুমানিক তিন লাখ টাকার গরুসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এলে হয়তো ক্ষতিটা কিছু কম হতো। তিন মাইল দূরত্বে থাকা ফায়ার সার্ভিস স্টেশন কেন ঘটনাস্থলে যেতে পারেনি সেটি তাদের কাছে বোধগম্য নয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাহফুজ বলেন, দু’দিন ধরে তিনি ছুটিতে থাকায় বিষয়টি তিনি জানেন না। বিষয়টি জেনে পরে জানাবেন।