ঢাকাMonday , 17 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটো উল্টে প্রাণ গেল বৃদ্ধের

Link Copied!

Accidentময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত আট সিটের অটো গাড়ি উল্টে আয়াত আলী (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

একই ঘটনায় আহত লিটন (১৫) নামে এক তরুণকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের অললী-তললী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত আলী পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার বরমী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ত্রি-মুহনী থেকে ব্যাটারিচালিত একটি অটো গাড়ি তিনজন যাত্রী নিয়ে আসার সময় অললী-তললী ব্রিজের কাছে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল মুখোমুখি হয়।

এ সময় হঠাৎ ব্রেক কষায় ভারসাম্য হারিয়ে অটোগাড়িটি উল্টে যায়। এতে অটো গাড়ির যাত্রী বৃদ্ধ আয়াত আলী ও লিটন নামে অপর তরুণ আহত হয়। এ সময় মোটরসাইকেল চালক দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন আয়াত আলীকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান এবং আহত লিটনকে ময়মনসিংহে পাঠানো হয়।

পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অফিসার পাঠালেও কাউকে পাওয়া যায়নি। তবে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা গেছে আয়াত আলী নামে এক আহত বৃদ্ধকে শ্রীপুর চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা গেছেন। আমরা বিষয়টি আরো খোঁজ-খবর নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।