ইসরাইলি হামলার প্রতিবাদ করায় ভারতে শিল্পীসহ ২১ কাশ্মীরী গ্রেফতার

ফিলিস্তিনিদের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানানোয় কাশ্মীরে তরুণ গ্রাফিতি শিল্পী মুদাসসির গুলসহ ২১ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শ্রীনগরের তরুণ মুদাসসির গুলের আঁকা গ্রাফিতি এরইমধ্যে সরিয়ে ফেলেছে ভারত সরকার।

তিনি সেখানে লিখেছিলেন, ‘উই আর প্যালেস্টাইন’।

গ্রেফতারকৃত মধ্যে ধর্মীয় ব্যক্তিত্বও রয়েছেন যারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দোয়া করেছিলেন।

গ্রেফতারের বিষয়ে পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে ব্যবহার করে কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা যারা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের গভীর নজরদারিতে রেখেছে পুলিশ।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘জনগণের মর্মবেদনা বিষয়ে পুলিশ সংবেদনশীল। তবে অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না।’

দখলদার ও বর্ণবাদী ইসরাইলের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে এবং ভারতে অস্ত্র সরবরাহ করে থাকে ইহুদিবাদী ইসরাইল। তাদের সরবরাহকৃত অস্ত্র কাশ্মীরে বিক্ষোভ দমনেও ব্যবহার করে থাকে ভারতীয় পুলিশ।

ভারতের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করেছে, ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং গ্রাফিতি একেছে।’
সূত্র : পার্সটুডে

Share this post

scroll to top