পাকিস্তানে শাওয়াল মাসের চাঁদ না দেখেই চাঁদ দেখা কমিটি ঈদ পালনের ঘোষণা দিয়েছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির সাবেক চেয়ারম্যান মুফতি মুনিবুর রহমান। একইসঙ্গে দেশটির মুসলমানদের এক দিনের রোজা ও এক দিনের ইতেকাফ কাজা করতে আহ্বান জানিয়েছেন তিনি।
দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজ উর্দুর খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৩ মে) ঈদ জামাতের আগে করা বয়ানে মুফতি মুনিবুর রহমান বলেন, সরকার একটি পুতুল চাঁদ দেখা কমিটি তৈরি করেছে। সরকারের মর্জিমাফিক সব চলতে পারে না। যখনই মুফতি শিহাবুদ্দীন চাঁদ দেখার ঘোষণা দিলেন, তখন চাঁদ দেখা কমিটিও ঈদের ঘোষণা করল। তারা কোনো কিছুই বিচার করল না।
এর আগে বুধবার রাত ১১টা ৩২ মিনিটে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখা হয়।
এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশে বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সন্ধ্যার পর সাক্কুর, লাহোর, করাচি ও কোয়েটার আঞ্চলিক কমিটিগুলো ঘোষণা করে দেয় যে তাদের এলাকায় চাঁদ দেখা যায়নি।
সবাই যখন শুক্রবারে ঈদ করার প্রস্তুতি সম্পন্ন করছে, তখনই পেশোয়ারে চাঁদ দেখার খবর পাওয়া যায়। তবে এমন সিদ্ধান্তে পাকিস্তানের অনেক আলেম অসন্তোষের কথা জানিয়েছেন। সূত্র: এক্সপ্রেস নিউজ উর্দু, বিবিসি, ডন