ধর্ষণের দায় স্বীকার করে হেফাজত নেতা জাকারিয়ার জবানবন্দি

ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী। আজ চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানীর আদালতে এ জবানবন্দি দেন।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জাকারিয়া নোমান। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। পরে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।’

আদালত সূত্রে জানা যায়- জাকারিয়া জবানবন্দিতে উল্লেখ করেন ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সাথে তার পরিচয় হয়। এরপর ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। ২০১৯ সালে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে হাটহাজারীতে নিয়ে এসে একটি ভাড়া বাসায় তুলেন। এরপর থেকে ওই তরুণীকে ধর্ষণ করতে থাকেন। গত বছর হাটহাজারী থেকে চট্টগ্রাম নগরীতে খালার বাসায় চলে আসার পরও বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।

Share this post

scroll to top