করোনার কারণে ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে। দেশের শোবিজ অঙ্গনের চিত্রটাও একই রকম। মহামারির কবলে গত কয়েক মাসে একাধিক বরেণ্য তারকা মারা গেছেন। সেই রেশ এখনও রয়ে গেছে। তবুও সময় কারও জন্য থেমে থাকে না। সবকিছুই এক সময় স্বাভাবিকতায় রূপ নেয়। আপন গতিতে চলতে থাকে জীবন। এর মধ্যেই এলো ঈদ।
দেশের করোনার ক্রান্তিকালে তারকাদের অনেকেই রয়েছেন ঘরে। তেমন কোনও পরিকল্পনাও নেই কারও। কেমন যাবে তাদের ঈদের সময়। ময়মনসিংহ অঞ্চলে যেসব তারকা ঈদ উদযাপন করবেন, তারা হলেন-
নুসরাত ফারিয়া
প্রতিবার ঢাকায় ঈদ করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে এবার করোনার জন্য ভিন্ন পরিকল্পনা করলেন তিনি। ময়মনসিংহে নিজের ফার্মহাউজে ঈদ করবেন নায়িকা। এরইমধ্যে পরিবার নিয়ে পৌঁছেছেন সেখানে।
ফারিয়া জানিয়েছেন, ‘ময়মনসিংহে চলে এসেছি। এখানে আমাদের ফার্মহাউসে আমরা পরিবার নিয়ে ঈদ করব। আমি একটু সময় পেলেই এখানে চলে আসি, আমার ভক্তরা জানেন।’
ঈদের শপিং প্রসঙ্গে নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘ঈদের অন্যতম আনন্দ শপিং। এবারের ঈদে আমি নিজের জন্য কোনো শপিং করিনি। তবে পরিবারের মানুষের জন্য কিছু উপহার কিনেছি।’
সাইমন সাদিক
পেশাগত কারণে ঢাকায় থাকতে হয় চিত্রনায়ক সায়মন সাদিককে। তবে ব্যস্ততা থেকে ছুটি পেলেই ছুটে যান নিজ গ্রাম কিশোরগঞ্জে। এবারও বেশ আগেই পরিবারের সঙ্গে ঈদ করতে গেছেন গ্রাম। উৎসবের দিনগুলো সেখানে সবচেয়ে উপভোগ করেন এই তারকা।