ভোলার চরফ্যাশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপর হামলা ও তার গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
বুধবার রাত ৮টায় নিয়ম অনুযায়ী দোকান বন্ধ না করায় ইউএনও মো. রুহুল আমিন অভিযান চালিয়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেন। এক পর্যায়ে ব্যবসায়ীরা ঈদের একদিন দোকান বন্ধ না করার জন্য দাবি জানাতে থাকে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হামলা চালিয়ে ইউএনওর গাড়ি ভাংচুর করে।
ইউএনও জানান, বিক্ষুব্ধ দোকানীরা তার মোবাইল কোর্ট পরিচালনায় বাধা সৃষ্টি করেন। তারা তার গাড়ি ভাংচুর করেন। এক পর্যায়ে তিনি নিজে থানায় গিয়ে অবস্থান করেন।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাজার এলাকায় অবস্থান নেয়। রাত ৯টায় উত্তেজনা দেখা দিয়েছিল।
জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।