করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহের মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ-উল-ফিতরের নামাযের জামাত। শুক্রবার ঈদ-উল-ফিতরের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মসজিদে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল পৌনে নয়টা এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়।
আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টায়, বড় মসজিদে সকাল ৮.৩০ ও ৯.৩০ টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল ৮টায় এবং জয়নুল আবেদিন পার্ক মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যেক মসজিদের সামনে হাত ধোয়ার ব্যবস্থাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠানের জন্য কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেক মুসল্লিকে মাস্ক পড়ে মসজিদে আসার জন্যও আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মো. এনামুল হক।