ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া এবং পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া, চর নিলক্ষীয়া ও সিরতা ইউনিয়নে দোয়া শেষে দরিদ্র মানুষের হাতে চাল, চিনি, সেমাইসহ ঈদ উপহার তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন। এসময় চর ঈশ্বরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াহিযা হোসেন আহমদ শাহীন, চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ময়েজউদ্দিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##