ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আব্দুস ছালাম নামীয় একজনের মৃত্যুর খবর বিভিণ্ন গণমাধ্যমে প্রকাশ হলেও দায়িত্বশীল সূত্র সংবাদটিকে গুজব বলেছে। এছাড়াও ঈশ্বরগঞ্জের নিহত ওই ব্যক্তির পরিবার নিশ্চিত করেছে, ওই ব্যক্তির করোনা হলেও গত এক সপ্তাহ আগেই করোনা নেগেটিভ আসে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার ১৯জন, ঈশ্বরগঞ্জে ১জন, ফুলপুরে ১জন, হালুয়াঘাটে ২জন, মুক্তাগাছায় ১জন, ফুলবাড়িয়ায় ২জন, গফরগাঁওয়ে ২জন রয়েছেন।
উল্লেখ্য, ময়মনসিংহে এ পর্যন্ত মোট করেনা শনাক্ত হয়েছে ৫৯৫৭জনের। মোট মারা গেছে ৭৩জন।