দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। এ সময়ে সবচেয়ে নিরাপদ ময়মনসিংহ বিভাগ। দেশে মোট করোনা শনাক্তের মাত্র ২.০৭ শতাংশ ময়মনসিংহ বিভাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যে এলাকায় করোনা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে সেই এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সে হিসেবে দেশে সবচেয়ে বেশি নিরাপদ বিভাগ হলো ময়মনসিংহ।
ময়মনসিংহের পরের অবস্থান বরিশাল বিভাগ। এই বিভাগে শনাক্তের হার ৩ দশমিক ০৩ শতাংশ। এরপর রয়েছে সিলেট বিভাগ, ৩ দশমিক ৪৫ শতাংশ এবং রংপুর বিভাগ, ৩ দশমিক ৬৫ শতাংশ।
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই মোট সংক্রমণের অর্ধেকেরই বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে ৫৮ দশমিক ১৬ শতাংশ। চট্টগ্রাম বিভাগে মোট শনাক্তের ১৮.৩৫ শতাংশ। খুলনা বিভাগে মোট শনাক্তের ৬ দশমিক ০৮ শতাংশ এবং রাজশাহী বিভাগে আছে ৫ দশমিক ২৩ শতাংশ।
মোট শনাক্তের ৮৭ দশমিক ৮২ ভাগই চার বিভাগে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। বাকি ১২ দশমিক ২০ ভাগ ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও রংপুরে।