ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪০টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন আক্রান্তরা শনাক্ত করা হয়।
নতুন করে আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার ১৮জন, ঈশ্বরগঞ্জে ১জন, গৌরীপুরে ২জন, হালুয়াঘাটে ১জন, মুক্তাগাছায় ১জন, ফুলপুরে ৩জন, ত্রিশালে ৭জন, ভালুকায় ৫জন ও গফরগাঁওয়ে ৪জন রয়েছেন।
উল্লেখ্য, ময়মনসিংহে এ পর্যন্ত মোট করেনা শনাক্ত হয়েছে ৫৯০৪জনের। মোট মারা গেছে ৭১জন।