গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত অসহায় পরিবারদেরকে ঈদ উপহার প্রদান করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। মঙ্গলবার নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ে বিএনপির ৯ জন অসহায় ও নির্যাতিত নেতাকর্মীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান খান ও এ কে এম মাহবুবুল আলম, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান রুকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপহার বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। ##