করোনার টিকা পেতে ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থা সেরামের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) আদর পুনাওয়ালাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার জেরেই তিনি দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিপর্যস্ত, ঠিক সেই সময়েই এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্যা টাইমস’। তবে বিভিন্ন দেশ ও প্রতিষ্টানকে টিকা সরবরাহের জন্য অগ্রীম নেয়া টাকা ফেরত না দিয়ে দেশ ছাড়া আদর পুনাওয়ালা হাজার হাজার কোটি আত্মসাৎ করা এক ধরণের বড় প্রতারণা হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশও করোনার টিকা দিতে সেরামকে অগ্রিম ১২ কোটি ডলার দিয়েছিল বাংলাদেশ সরকার।
‘দ্যা টাইমস’এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোভিশিল্ড টিকার জন্য আদর পুনাওয়ালাকে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যান্যরা ফোন করতেন এবং তারা তাড়াতাড়ি টিকা দেওয়ার দাবি জানাতেন।
এ বিষয়ে আদর পুনাওয়ালা বলেছেন, ‘এটাকে হুমকি বললে কম বলা হয়। মানুষের আশা এবং আগ্রাসন অভূতপূর্ব, এটা আশ্চর্যজনক। প্রত্যেকেই মনে করছেন, তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে চাইছেন না, কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত।’
তিনি দ্যা টাইমসকে আরও বলেন, ‘ওরা বলছে, তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভাল হবে না … এটা খারাপ ভাষা নয়। কিন্তু বলার ভঙ্গিমাটা খারাপ। কথা না শুনলে ওরা কী করতে পারে সেটা এর অন্তর্নিহিত অর্থ। এমন হুমকি আসছেই এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনও কাজই করতে দিচ্ছে না।’
সম্প্রতি আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপরও দেশে ফিরতে ভয় পাচ্ছেন তিনি। ‘দ্যা টাইমস’এর দাবি, পুনাওয়ালা তাদের আরও জানিয়েছেন, তিনি কিছু দিন লন্ডনে কাটাবেন। আদর বলেছেন, ‘আমি ওই পরিস্থিতিতে আর ফিরতে চাই না। সব ভার আমার কাঁধে। কিন্তু আমি একা তা বহন করতে পারব না।’