গ্রানাদায় হেরে শীর্ষে উঠার সুযোগ হারালো বার্সা

জিতলেই পয়েন্ট তালিকায় শীর্ষে উঠার সুযোগ। জোরালো হতো শিরোপা জয়ের। ঘরের মাঠে এমন সমীকরণের ম্যাচে মেসির গোলে শুরুটা ভালো ছিল কাতালনাদের। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল হজমে সব ভণ্ডুল। বৃহস্পতিবার গ্রানাদার কাছে বার্সা হারলো ২-১ গোলে, তাও ঘরের মাঠ ন্যু ক্যাম্পে। লা লিগায় বার্সার মাঠে প্রথম জয় এটি গ্রানাদার।

পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৬টি শট নেয় বার্সেলোনা, যার চারটি ছিল লক্ষ্যে। আর গ্রানাদার ছয় প্রচেষ্টার মাত্র দুটি লক্ষ্যে এবং দুটিই খুঁজে পায় ঠিকানা।

২৩ মিনিটে এগিয়ে যায় বার্সা। গ্রিজমানের পাসে কোনাকুনি শটে বল জালে জড়ান লিওনেল মেসি। রেকর্ড সাতবারের পিচিচি ট্রফি জয়ী মেসি এবারও ছুটছেন লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। এই নিয়ে তার গোল হলো ২৬। পাঁচ গোল কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে সামুয়েল উমতিতির কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন গ্রিজমান। ৬৩ মিনিটে মার্চিসের গোলে ম্যাচে সমতা আনে গ্রানাদা। গোল হজম করায় ডাগআউটে বেশ ক্ষুব্ধ দেখা যায় বার্সা কোচ কোমানকে। খানিক পরেই কোনো এক বিষয়ে মন্তব্য করায় তাকে লাল কার্ড দেখান রেফারি।
৭৯ মিনিটে জয়সূচক গোল পায় গ্রানাদা। বাঁ দিক থেকে আদ্রিয়ান মারিনের ক্রস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় একটু নিচু হয়ে কোনাকুনি হেডে স্কোরলাইন ২-১ করেন বদলি নামা ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড মোলিনা। শেষ অবধি স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রানাদা।

৩৩ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭১, অবস্থান তৃতীয়। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রিয়াল, দ্বিতীয়। সমান ম্যাচে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৭৩। ৪৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে গ্রানাদা।

Share this post

scroll to top