কর্ণফুলীতে অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে নিহত ২

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

তবে এ সময় আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪) নামে আরো তিন জাহাজ শ্রমিক দগ্ধ হন। তাদের বাড়ি ফেনী জেলায়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নদীর ৯ নম্বর জেটিতে সুপার রিফাইনারির রিক্রুট অয়েল বহনকারী ‘এমটি ইরামতি’ নামে অয়েল ট্যাংকারে এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, জাহাজের ইঞ্জিন রুমের ওয়েল সেকশন পাম্পে ইলেকট্রনিক্স শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান ও সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্যাংকারে থাকা এক কর্মচারীর বরাত দিয়ে নিউটন দাস জানান, ট্যাংকারটি ব্রাহ্মণবাড়িয়া থেকে অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম আসে। কর্ণফুলি নদীর ৯ নম্বর ঘাটের কাছাকাছি আসার পর এর ইঞ্জিন রুমে বিস্ফোরণ হলে আগুন লেগে যায়।

সূত্র : ইউএনবি

Share this post

scroll to top