ঢাকাWednesday , 28 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

Link Copied!

Gouripur Accidentময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরে উপজেলার রামগোপালপুর উত্তর বাজার এলাকায় বুধবার বিকালে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২জন নিহত ও ৩জন আহত হন। নিহত শিশুর নাম তাওহিদুল ইসলাম (৬) ও নিহত অপরজন হলেন ঈশ্বরগঞ্জের সোহাগীর মুধুর ছেলে কোকিল। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে জরুরী বিভাগে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয় ও আহত রেজাউল করিমকে ৭নং ওয়ার্ডে ট্রান্সফার করলে সেখানে মারা যান।

গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী সিএনজি ও কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পিআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়ী উদ্ধার ও যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। অপরদিকে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতরা অন্যান্যরা হলেন, ময়মনসিংহ সদরের আকুয়া মোড়লবাড়ি এলাকার নিহত শিশু তাওহিদুল ইসলামের মা তানজিনা ইয়াসমিন রনি (৩৫), তার পুত্র তাসফিকুল ইসলাম সাকি (১১) ও নাটোরের রমজান আলীর পুত্র রেজাউল করিম (৩৫) ও সিএনজি চালক শরীফ (৩০)।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণিতা সূত্রধর জানান, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই নিহত ও আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।###

Gouripur Accident

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।