রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ক্যাম্পাসে সিনিয়র শিক্ষার্থীরা র্যাগিংয়ের নামে কোমলমতি শিক্ষার্থীদের যেভাবে হেনস্থা করে তা কোনোভাবেই কাম্য নয়। ক্যাম্পাসে র্যাগিংয়ের পুনরাবৃত্তি ঘটলে, র্যাগ দেয়ার বিষয়টি প্রমাণ হলে ছাত্রত্ব বাতিল ও বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় র্যাগিং ও মাদক প্রতিরোধ কমিটির আয়োজিত র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন ভিসি।
ভিসি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাদকের মতো মরণ ছোবলে আসক্ত হওয়া ও র্যাগিংয়ের মতো জঘন্য অপরাধে জড়িয়ে যাচ্ছে। এর দায় শিক্ষকরা কোনো মতেই এড়িয়ে যেতে পারেন না। তাই শিক্ষার্থীদের বিপথে যাওয়া থেকে বাঁচাতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি আদর্শগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মাসুদুর রহমান। এছাড়া র্যালিতে বিশ্ববিদ্যালয় প্রোভিসি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রোভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিশাল র্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।