কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। রোজ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। দেশব্যাপী টিকা কার্যক্রম ও কারফিউ সত্ত্বেও সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না।
তিন লাখের গণ্ডি থেকে সংক্রমণ নামছেই না। এ নিয়ে ভারতে টানা ষষ্ঠ দিনের মতো তিন লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
এ সংখ্যা সোমবার শনাক্ত হওয়া তিন লাখ ৫২ হাজার ৯৯১ জনের চেয়ে কিছুটা কম। তবে এতে সংক্রমণ হ্রাস পাচ্ছে, এমন সিদ্ধান্ত টানা বিভ্রান্তিকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
টানা পাঁচ দিন ধরে দৈনিক রোগী শনাক্তে বিশ্বরেকর্ড করা ভারতের হাসপাতালগুলো শয্যা সংকট ও তীব্র অক্সিজেন ঘাটতিতে ভুগছে। আইসিইউর অভাব দেখা দিয়েছে। উপচে পড়া ভিড় সামলাতে বহু রোগীকে ফিরিয়ে দিচ্ছে তারা।
এ পরিস্থিতিতে দেশটির সশস্ত্র বাহিনী হু হু করে বাড়তে থাকা সংক্রমণ মোকাবিলায় জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও দুই হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে, কিন্তু এ সংখ্যাটি আরও অনেক বেশি হবে বলে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশ্বাস।