যন্ত্রণা সহ্য করার ক্ষমতার পরীক্ষা নিচ্ছে করোনা: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‌‘এমন পরিস্থিতিতে আপনাদের সঙ্গে কথা বলছি, যখন কোভিড আমাদের ধৈর্য এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতার পরীক্ষা নিচ্ছে। প্রিয়জনদের অনেকে অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন: মোদী

আজ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোদি বলেন, ‘করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, সফলভাবেই তা সামলে উঠেছিলাম আমরা। কিন্তু এই সময় দেশ বিধ্বস্ত। পরিস্থিতি সামাল দিতে সব ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা হয়েছে আমার। কৃষক, প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা, অক্সিজেন উৎপাদন সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে।

‘আমাদের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও নার্সরা কোভিডের বিরুদ্ধে অসীম সাহসের সঙ্গে লড়ছেন। গত এক বছরে অতিমারির সঙ্গে নানা অভিজ্ঞতা হয়েছে তাদের। এই সংকটের মুহূর্তে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে রোগীদের সাহায্য করছেন চিকিৎসরা, তা প্রশংসনীয়। কারণ অনলাইনেও এখন রোগীদের পরামর্শ দিচ্ছেন তারা।’

তিনি বলেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলোকে সর্বতোভাবে সাহায্য করছে কেন্দ্র। প্রতিষেধক নিয়ে কোনোরকম গুজবে কান দেবেন না। রাজ্যগুলোকে ইতোমধ্যেই বিনামূল্যে প্রতিষেধক পাঠিয়েছে কেন্দ্র।

সূত্র: আনন্দবাজার, বিজনেস স্ট্যান্ডার্ড

Share this post

scroll to top