হেফাজতের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জুম্মান সরকারকে বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি আদর্শ,শৃঙ্খলা পরিপন্থী ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে সংগঠনের জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করতে গিয়ে হেফাজতে ইসলাম গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় যে তাণ্ডব চালায় তার পক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা মো. জুম্মান ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক স্ট্যাটাস দেন যা জেলা ছাত্রলীগের নজরে আসে। এর প্রেক্ষিতে জেলা ছাত্রলীগ তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করলো।

Share this post

scroll to top