জেরুসালেমে দ্বিতীয় রাতের মতো সংঘর্ষ, গাজায় ইসরাইলের হামলা

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমে দ্বিতীয় রাতের মতো ইসরাইলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সংঘর্ষের পর শুক্রবার রাতে নতুন করে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনিরা। অপরদিকে ইসরাইলে রকেট হামলার অভিযোগে গাজা উপত্যকায় বিমান হামলা ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে ইসরাইলি সামরিক বাহিনী।

বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনি অধ্যুষিত পূর্ব জেরুসালেমের পুরনো শহরের কাছে উগ্রপন্থী ইহুদি সংগঠন লেহভার আয়োজিত পদযাত্রা থেকে উস্কানিমূলক স্লোগান ও ফিলিস্তিনিদের হয়রানি করা হলে সংঘর্ষ শুরু হয়। পরে ইসরাইলি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ থামাতে এই সময় তারা স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।

পদযাত্রায় অংশ নেয়া ইসরাইলিদের সংঘর্ষ থেকে সরিয়ে ইসরাইলি পুলিশ ইহুদি অধ্যুষিত পশ্চিম জেরুসালেমের দিকে ঠেলে দেয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ২০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে বিবৃতিতে জানায় ইসরাইলি পুলিশ। এতে আরো বলা হয়, সংঘর্ষ সংশ্লিষ্টতায় তারা ৫০ জনকে গ্রেফতার করেছে।

অপরদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে আহত অন্তত এক শ’ পাঁচ ফিলিস্তিনিকে তারা চিকিৎসা দিয়েছেন।

রাতজুড়ে সংঘর্ষের পর শুক্রবার দিনে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাতে আবার সংঘর্ষ শুরু হয়। মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজের পর মুসল্লিরা বেরিয়ে আসার পর সশস্ত্র ইসরাইলি পুলিশ তাদের গতিপথ নিয়ন্ত্রণ করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়।

ক্ষুব্ধ ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশ বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড নিক্ষেপ করে।

ইসরাইলি পুলিশ জানায়, নামাজের পর শত শত ‘দাঙ্গাবাজ’ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নির্দেশনা মানতে অস্বীকার করে এবং তাদের দিকে পাথর ও বিভিন্ন বস্তু ছুঁড়তে থাকে।

পরে পুলিশ তাদের স্টান গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পূর্ব জেরুসালেমের প্রান্তীয় এলাকায় ঠেলে দেয় বলে বিবৃতিতে জানানো হয়।

পুরনো শহরের কাছে সংঘর্ষের কাছে থাকা এক ফিলিস্তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ওই জায়গা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, তা বিপজ্জনক। তাই আমি ওই স্থান ছেড়ে এসেছি।’

ফিলিস্তিনিরা অভিযোগ করছেন, ১৩ এপ্রিল রমজান শুরুর পর থেকেই জেরুসালেমে ফিলিস্তিনিদের চলাচলে ইসরাইলি পুলিশ বাধা দিয়ে আসছে। বিশেষ করে পুরনো দুর্গ শহরের দেয়ালের ধারের পায়চারির স্থানে তাদের প্রবেশ বন্ধ করে দিয়েছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোরে দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অন্তত ১০টি রকেট নিক্ষেপ করেছে।

এর কিছু ইসরাইলি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলোকে গুলি করে লক্ষ্যচ্যুত করা হয়েছে বলে বিবৃতিতে জানায় ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইল প্রত্যুত্তরে ‘হামাসের সামরিক ঘাঁটি’ লক্ষ্য করে ট্যাঙ্কের গোলাবর্ষণ করে ও বিমান হামলা চালায় বলে বিবৃতিতে জানায়।

তবে হামলায় কোনো হতাহত হয়েছে কিনা, তা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

পরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) সশস্ত্র শাখা আবু আলী মুস্তাফা ব্রিগেড গাজায় ইসরাইলের আগ্রাসনের দায়ে রকেট হামলার কথা স্বীকার করে এক বিবৃতি দেয়।

সূত্র : আলজাজিরা ও আনাদোলু এজেন্সি

Share this post

scroll to top