সৌদি সরকার এবার মসজিদুল হারামের পর মসজিদে নববীতে বিশেষ নিরাপত্তা বাহিনীর নারী সদস্যদের প্রথম দলকে মোতায়েন করেছে। জানা গেছে, পবিত্র রমজান মাসে তারা মসজিদে নববীতে আগত নারী মুসল্লি ও জিয়ারতকারীদের স্বাস্থ্যবিধি বাস্তবায়নসহ নিরাপত্তাবিষয়ক সেবা প্রদান করছেন।
এ খবর নিশ্চিত করে মদিনা নগরীর পুলিশপ্রধান মেজর জেনারেল আবদুল রহমান আল মাসহান গণমাধ্যমকে জানান, মসজিদে নববীতে ৯৯ সদস্যের নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তারা মসজিদে নববীতে নারীদের রওজা শরিফ জিয়ারতের কার্যক্রমকে সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা পালন করছে।
সূত্র : সৌদি গেজেট ও খালিজ টাইস।