মদের নেশায় স্যানিটাইজার পানে ৭ জনের মৃত্যু

করোনা ঠেকাতে সপ্তাহ শেষে লকডাউন জারি করেছে ভারতের মহারাষ্ট্র সরকার। এই লকডাউনের কারণে বন্ধ রয়েছে মদের দোকান। এই অবস্থায় মদ কিনতে না পেরে নেশার টানে স্যানিটাইজার খেয়ে মহারাষ্ট্রে সাতজন মারা গেছেন।

জানা গেছে, মহারাষ্ট্রের যাভাৎমাল জেলায় এ ঘটনা ঘটেছে। নিহতরা সবাই যাভাৎমাল জেলার বানি গ্রামের বাসিন্দা। প্রত্যেকেই তারা পেশায় শ্রমিক। তারা সকলেই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল।

পুলিশ বলছে, নিহতরা জানতেন হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। তাই সেটাই খান সকলে। এতে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কাউকেই বাচানো যায়নি।
উল্লেখ্য, ভারতে স্যানিটাইজার খেয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও করোনা সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছর অন্ধ্রপ্রদেশেও এমনই ঘটেছিল। মদের নেশায় স্যানিটাইজার খেয়ে তখন মারা গিয়েছিলেন অন্তত ১০ জন।

সূত্র : দ্য ওয়াল।

Share this post

scroll to top